Victims: Hindu religious minorities of Bangladesh
Location of attack: Samantakathi village, Mathibhanga union, Najirpur upazilla, Pirojpur district, Bangladesh
Date of attack: Feb 14, 2025
News media: bdnews24.com and Kalbela
Social media:
News published in Kalbela newspaper in Bangla:
নাজিরপুরে দোকান ও মন্দিরে ভাঙচুর
পিরোজপুরের নাজিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গামন্দির ও দোকানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে, স্থানীয়রা। নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সামন্তগাতী গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির ও দোকান ভাঙচুরের ঘটনায় নাজিরপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানা পুলিশ। আটকৃতরা হলো ছাব্বির সেখ (২৩), মুস্তাকিন সেখ (২০) ও নয়ন সেখ (২০)। হামলায় আহত ব্যবসায়ী রেবতী গাইন জানান, দুই-তিন দিন আগে তার চায়ের দোকানে বসে স্থানীয় কয়েকজন ছেলে চা খাচ্ছিল ও ফ্রি ওয়াইফাই (ইন্টারনেট) ব্যবহার করছিল অনেকক্ষণ ধরে। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তারা ওইদিন আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ নিয়ে শুক্রবার সকালে স্থানীয় পর্যায়ে সালিশ-মীমাংসার কথা থাকলেও না বসে শুক্রবার রাতে ১৫-২০ জনের একটি গ্রুপ এসে আমার দোকানে হামলা করে আমাকে মারধর করে এবং দোকানের মালপত্র লুটপাট করে ও ফেলে দেয়। এ ঘটনায় আমার স্ত্রী বীথি গাইন বাধা দিতে এলে তাকেও মারধর করে। দোকানটিতে হামলা করে যাওয়ার সময় স্থানীয় সামন্তগাতী পশ্চিম চরপাড়া শ্রীশ্রী দুর্গামন্দিরে হামলা করে। এ সময় দুর্গামন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর করা হয় এবং মন্দিরও ভাঙচুর করা হয়।
এ সময় মন্দিরে হামলা ঠেকাতে এলে মন্দির কমিটির সভাপতি মিলন গাইনের স্ত্রী ইরানী গাইনকেও মারধর করে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ বিষয়ে হামলায় আহত সামন্তগাতী পশ্চিম চরপাড়া শ্রীশ্রী দুর্গামন্দির সভাপতি মিলন গাইন বলেন, যখন রেবতী গাইনের ওপর হামলা করা হয় তখন তার চিৎকার শুনে আমরা ছুটে যাই। এরপর হামলাকারীরা আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে। এতে ৬-৭ জন আহত হন।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার খবর শুনতে পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়। পরে দোকান-মন্দিরে হামলা ও মারমারির ঘটনায় রেবতী গাইন বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করার চেষ্টা চলছে।
এ ঘটনার পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে ওই মন্দিরে পুনঃপ্রতিমা স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে সামন্তগাতী পশ্চিম চরপাড়া শ্রীশ্রী দুর্গামন্দির সভাপতি মিলন গাইন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, দোকান ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তারা মন্দির ভাঙায় জড়িত কি না আমরা খতিয়ে দেখছি।