AajTak Bangla LIVE: বাংলাদেশে ISKCON-এর মন্দিরে হামলা, মৃত এক | Attack on ISKCON temple at Noakhali
বাংলাদেশে ধর্মস্থানের ওপর হামলার ঘটনায় থামছেই না। এবার অভিযোগ উঠল ইসকন-এর মন্দির ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি সেখানে উপস্থিত ভক্তদের মারধরও করা হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছে ইসকন।