Hindu temple “Mayer Daan Shanti Ashram” vandalized

On Friday, November 29, 2024, Muslim terrorists attacked and vandalized “Mayer Daan Shanti Ashram”, a Hindu temple in Chandbill area of Meherpur district.

Advocate Rabindra Ghosh, the president of Bangladesh Minority Watch, spoke to Meherpur District Police Superintendent Ms. Maqsuda Akhtar Khanam to find out the truth of this incident. Khanam stated that the legal process of this incident has started, but no case has been filed yet.

Bangladesh Minority Watch strongly condemns and protests against such religious violence and demands adequate punishment of the perpetrators.

—————————————————————————————————————————

মেহেরপুর জেলার চাঁদবিল “মায়ের দান শান্তি আশ্রমে” অন্যায়কারীরা/মৌলবাদীরা হামলা ভাঙচুর করেছে গত ২৯/১১/২০২৪ ইং তারিখে।

এই ঘটনার সত্যতা জানার জন্য মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আখতার খানম এর সঙ্গে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের কথা হয়, তিনি বলেন এই ঘটনার আইনগত প্রক্রিয়া আরম্ভ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয় নাই।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছে।

—————————————————————————————————————————-

Victims: The temple Hindus, local Hindu people, Hindu religious minorities of Bangladesh

Location of Attack: Chandbill, Meherpur district, Bangladesh

Date of attack: Friday, November 29, 2024

News media: None (note that Bangladesh news media is grossly ignoring attacks on Hindu minorities)

Social media reporting: Bangladesh Minority Watch on Facebook