Shree Shree Hare krishna Namhatta Sangh run by ISKCON in Bhairab of Kishoreganj district was vandalized on Friday, November 29, 2024. The vandalism took place at Ranirbazar area of Bhairab town on Friday around 5 pm. Eyewitnesses say that some people with sticks came and attacked and left quickly. No one was there at the temple at the time of attack.
Local people said that Shree Shree Hare Krishna Namhat Sangh is located on the ground floor of a building in Ranirbazar area. Prayers and kirtans are held there every Sunday. The Namhatta Sangh is not open much on other days of the week except Sunday.
Eyewitnesses said that in the afternoon some people came near the Sangh and started shouting slogans. Almost all of them had sticks in their hands. Later some persons attacked and vandalized furniture and picture frames.
Chandan Pal, a member of the Sangh, said that they do not know who carried out the attack. He demanded that the accused be brought under the law.
Upazila Nirbahi Officer (UNO) Shabnam Sharmin went to the spot after getting the news, Inspector (Investigation) in charge of Police Station Mohammad Shaheen. Apart from this, Army and RAB members also visited the spot.
The UNO Shabnam Sharmin said, after seeing the video footage, the accused persons will be identified and brought under the law soon.
The news published in Bangla in Protho Alo daily newspaper as below:
কিশোরগঞ্জের ভৈরবে হামলা
কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে পৌর শহরের রানীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাঠি হাতে কিছু মানুষ এসে হামলা চালিয়ে দ্রুত চলে যায়। এ সময় সেখানে কেউ ছিলেন না।
স্থানীয় লোকজন জানান, রানীরবাজার এলাকায় একটি ভবনের নিচতলায় শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ অবস্থিত। সেখানে প্রতি রোববার প্রার্থনা ও কীর্তন হয়। রোববার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সংঘটির কার্যালয় খুব বেশি খোলা হয় না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিছু মানুষ সংঘটির কাছে এসে স্লোগান দিতে থাকেন। তাঁদের প্রায় সবার হাতে লাঠি ছিল। পরে কিছু ব্যক্তি হামলা চালিয়ে আসবাব ও ছবির ফ্রেম ভাঙচুর করেন।
সংঘটির সদস্য চন্দন পাল বলেন, কারা হামলা চালিয়েছেন, তাঁরা জানেন না। তিনি অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শাহিন। এ ছাড়া সেনাবাহিনী ও র্যাবের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও শবনম শারমিন বলেন, ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Victims: Sangh people, local Hindu people, Hindu religious minorities of Bangladesh
Location of Attack: Ranirbazar area, Bhairab town, Kishoreganj district, Bangladesh
Date of attack: Friday, November 29, 2024
News media: Prothom Alo report
Social media reporting: